চট্টগ্রাম, শনিবার, ২৫ মার্চ ২০২৩ , ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি করোনা আক্রান্ত

প্রকাশ: ১৮ জুন, ২০২২ ১১:৪০ : পূর্বাহ্ণ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৮ জুন) মৃদু উপসর্গ দেখা দেয়ার পর করোনা টেস্ট করলে পজিটিভ আসে।

বর্তমানে তিনি সরকারি বাসায় আইসোলেশনে আছেন। এছাড়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, এর আগে গতকাল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ করোনায় আক্রান্ত হন।

এদিকে বিশ্বের অন্যান্য দেশেও বাড়ছে করোনা রোগীর সংখ্যা। বাংলাদেশেও উদ্বেগজনক হারে বাড়ছে করোনা রোগী।

শুক্রবার (১৮ জুন) বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে আরও ৪৩৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সবমিলিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৫ হাজার ৪২৭ জনে। শনাক্তের হার ৬ দশমিক ২৭ শতাংশ।

Print Friendly and PDF