চট্টগ্রাম, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ , ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আসাম-মেঘালয়ে বন্যা পরিস্থিতির অবনতি, আরও ঝুঁকিতে সিলেট

প্রকাশ: ১৮ জুন, ২০২২ ১১:৫২ : পূর্বাহ্ণ

ভারতে ভয়াবহ আকার ধারণ করেছে বন্যা পরিস্থিতি। দেশটির আসাম ও মেঘালয় রাজ্যে গত দুই দিনের বন্যায় অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে।

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, অবিরাম বৃষ্টির কারণে আসাম এবং মেঘালয়ের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বেড়েছে প্রধান নদীগুলোর পানি। এছাড়া অবিরাম বৃষ্টির কারণে দুই রাজ্যের অনেক জায়গায় ভূমিধস হয়েছে। এসব ঘটনায় মৃত্যু হয়েছে ৩১ জনের।

আসামের ২৮টি জেলার অন্তত ১৯ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নবগঠিত বাজালি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ব্রহ্মপুত্র ও গৌরাঙ্গ নদীর পানি অনেক এলাকায় বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আসামে গত দুই দিনে বন্যায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। মেঘালয় প্রশাসন গত দুই দিনে ১৯ জনের মৃত্যুর খবর দিয়েছে।

বন্যাকবলিত জেলাগুলোর প্রশাসন সতর্কতা জারি করেছে। জরুরি প্রয়োজন না হলে বা কোনো মেডিকেল জরুরি প্রয়োজন না হলে লোকজনকে বাড়ির বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে তারা।

এদিকে ভারতের এই দুই রাজ্য বাংলাদেশের সিলেট অঞ্চল সংলগ্ন হওয়ায় বিপাকে পড়েছেন সেখানকার মানুষজন। সিলেট বিভাগের সব জেলায় বন্যার পানি ঢুকেছে। ডুবে গেছে ঘরবাড়ি। এলাকা ছাড়তে শুরু করেছে নিম্ন আয়ের মানুষজন।

Print Friendly and PDF