চট্টগ্রাম, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সুইস ব্যাংকে রেকর্ড টাকা জমেছে বাংলাদেশিদের

প্রকাশ: ১৭ জুন, ২০২২ ৩:৩৬ : অপরাহ্ণ

সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের টাকার পরিমাণ নজিরবিহীনভাবে বেড়েছে। গত এক বছরে প্রায় ৩০০০ কোটি টাকার সমপরিমাণ অর্থ জমা করেছেন তারা। সবমিলিয়ে সুইস ব্যাংকগুলোতে তাদের টাকার পরিমাণ ৮ হাজার ২৭৫ কোটি। এ যাবৎকাল যা রেকর্ড।

বৃহস্পতিবার ‘ব্যাংকস ইন সুইজারল্যান্ড-২০২১’বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি)। এতে বাংলাদেশিদের এ অর্থ জমার তথ্য পাওয়া গেছে।

সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক বলছে, গত ১২ মাসে দেশটির বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের অর্থ জমার পরিমাণ প্রায় ৫৫ শতাংশ বেড়েছে। ২০২১ সাল শেষে সেগুলোতে তাদের অর্থ আগের বছরের ৫৬ কোটি ৩০ লাখ সুইস ফ্রাঁ থেকে বেড়ে ৮৭ কোটি ১১ লাখ হয়েছে।

বর্তমান বৈদেশিক মুদ্রাবাজারে বিনিময় হার ১ সুইস ফ্রাঁ সমান ৯৫ টাকা ৮০ পয়সা। সে হিসাবে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের রাখা অর্থের পরিমাণ প্রায় ৮ হাজার ৩৪৫ কোটি টাকা। বাংলাদেশি মুদ্রায় ২০২০ সালে সেগুলোতে তাদের ৫ হাজার ২০৩ কোটি টাকা জমা ছিল।

অবশ্য ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ কমে। তবে ২০২১ সালে উলম্ফন হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের পরেই বাংলাদেশের অবস্থান। তবে পাচার সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি।

সুইজ্যারল্যান্ডের ব্যাংকগুলোতে বৈধ-অবৈধ পথে উপার্জিত অর্থ গচ্ছিত রাখেন বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ। দেশটির কঠোর গোপনীয় ব্যাংকিং নীতির কারণে সেগুলো অর্থ জমা রাখেন তারা।

Print Friendly and PDF