চট্টগ্রাম, মঙ্গলবার, ৩০ মে ২০২৩ , ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বন্যায় সারাদেশের সঙ্গে সুনামগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশ: ১৭ জুন, ২০২২ ৩:৪৮ : অপরাহ্ণ

বন্যায় সুনামগঞ্জ-সিলেট সড়কের গোবিন্দগঞ্জ এলাকা প্লাবিত হয়েছে। এতে সারাদেশের সঙ্গে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) রাতের দিকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।  পানির গতি বেশি হওয়ায় ওই সড়ক দিয়ে কোনও দূরপাল্লার যান যেতে পারছে না।

জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সড়ক প্লাবিত হয়ে সারাদেশের সঙ্গে সুনামগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলেও জানান তিনি।

Print Friendly and PDF