চট্টগ্রাম, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ , ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শেষ দল হিসেবে কাতার বিশ্বকাপে কোস্টারিকা

প্রকাশ: ১৫ জুন, ২০২২ ৪:২০ : অপরাহ্ণ

প্লে অফে নিউজিল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে শেষ দল হিসেবে কাতার বিশ্বকাপে জায়গা করে নিয়েছে কোস্টারিকা। দলের জয়সূচক গোলটি করেন ফরোয়ার্ড জোয়েল ক্যাম্পবেল।

ম্যাচের তৃতীয় মিনিটেই দলকে এগিয়ে দেন কোস্টারিকার ফরোয়ার্ড জোয়েল ক্যাম্পবেল। পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে ওঠে নিউজিল্যান্ড।

৩৭ মিনিটে কোস্টারিকার জালে বল জড়ালেও, ফাউলের অপরাধে ভিএআরে বাতিল হয় সেই গোল। ৩৯ মিনিটে আবারো গোল করেছিল নিউজিল্যান্ড। এবারও ভিএআরের সাহায্যে গোল বাতিল করেন রেফারি মোহাম্মদ আব্দুল্লা হাসান। শেষ পর্যন্ত ১-০’র জয়ে বিশ্বকাপে পৌঁছায় কোস্টারিকা।

Print Friendly and PDF