চট্টগ্রাম, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বুরকিনা ফাসোর একটি গ্রাম থেকে ৫০টি মরদেহ উদ্ধার

প্রকাশ: ১৪ জুন, ২০২২ ৫:১৭ : অপরাহ্ণ

বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় একটি গ্রামে সশস্ত্র ব্যক্তিদের হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির একজন সরকারি মুখপাত্র। শনি ও রোববার দেশটির সেনো প্রদেশের সেতেঙ্গা এলাকায় রাতে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী।

সীমান্তবর্তী এই এলাকাটি এমন এক জায়গায় অবস্থিত যেখানে আল-কায়েদা এবং আইএসআইস এর সঙ্গে সম্পৃক্ত যোদ্ধারা সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে থাকে। তবে কোনো গোষ্ঠীই হামলার দায় তাৎক্ষণিকভাবে স্বীকার করেনি।

সীমান্তবর্তী এই এলাকাটি এমন এক জায়গায় অবস্থিত যেখানে আল-কায়েদা এবং আইএসআইস এর সঙ্গে সম্পৃক্ত যোদ্ধারা সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে থাকে। তবে কোনো গোষ্ঠীই হামলার দায় তাৎক্ষণিকভাবে স্বীকার করেনি।

যদিও সশস্ত্র বিদ্রোহীদের হামলায় নিহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা সোমবার রয়টার্সকে বলেছেন, হামলায় অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একটি সূত্র বার্তা সংস্থাটিকে জানিয়েছে, হামলায় নিহতের সংখ্যা ১৬৫।

এই হামলার নিন্দা করেছে জাতিসংঘ। তারা বলছে, এই হামলায় ‘বহু মানুষের মৃত্যু’ হয়েছে। তারা দোষীদের বিচারের আওতায় আনার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নও ঘটনার নিন্দা করেছে। তারা ‘এই হত্যাকাণ্ডের পরিস্থিতিতে আলোকপাত করার’ আহ্বান জানিয়েছে।

Print Friendly and PDF