চট্টগ্রাম, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট শুরু বুধবার

প্রকাশ: ১৪ জুন, ২০২২ ৯:৩৬ : অপরাহ্ণ

চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট চালু হচ্ছে বুধবার (১৫ জুন)।

বুধবার দুপুরে ৪১৯ জন যাত্রী নিয়ে মদিনার উদ্দেশে শাহ আমানত থেকে রওনা করবে বিমান বাংলাদেশের প্রথম ফ্লাইট।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক সজল কান্তি বড়ুয়া।

তিনি জানান, এবার চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে হজে যাবেন প্রায় সাড়ে ৫ হাজার ব্যক্তি। এজন্য বরাদ্দ দেয়া হয়েছে ১১টি ডেডিকেটেড ফ্লাইট।  যার মধ্যে ৯টি যাবে জেদ্দা। আর বাকি ২টি মদিনায়। নিয়মিত ফ্লাইটেও নেয়া হবে কিছু হজযাত্রী।

Print Friendly and PDF