চট্টগ্রাম, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ , ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কোভিড কিছুটা বেড়েছে, সতর্ক হতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: ১৩ জুন, ২০২২ ৪:৩২ : অপরাহ্ণ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়ছে। সবাইকে সতর্ক থাকতে হবে।

সোমবার (১৩ জুন) সচিবালয়ে বেসরকারি মেডিকেল ও ডেন্টালে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া অটোমেশন বিষয়ক সভা শেষে তিনি এ আহ্বান জানান।

জাহিদ মালেক বলেন, মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব ভুলে গেলে হবে না। রোগী বাড়ছে। কোভিড এখনো নির্মূল হয়নি। আমরা একটা স্বাভাবিক অবস্থায় আছি, যাতে অস্বাভাবিক অবস্থায় না যাই, সেই বিষয়ে সবার প্রচেষ্টা দরকার।’

হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে জানিয়ে তিনি বলেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ আক্রান্ত হচ্ছেন, সবাইকে অনুরোধ করছি, মাস্ক পরবেন, হাত স্যানিটাইজ করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন। টিকা না নিয়ে থাকলে দ্রুত নিবেন।

Print Friendly and PDF