প্রকাশ: ১২ জুন, ২০২২ ১০:৫৮ : পূর্বাহ্ণ
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের আরও এক কর্মীর মৃত্যু হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নিহত ফায়ার সার্ভিস কর্মীর নাম গাউসুল আজম। তার গ্রামের বাড়ি যশোরের মণিরামপুর উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রামে।
শনিবার (১১ জুন) দিনগত গভীর রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রোববার (১২ জুন) ভোরে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ তার মৃত্যুর খবর নিশ্চিত করে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে আরও জানানো হয়, গাউসুল আজম গত ৪ জুন রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর দুর্ঘটনায় গুরুতর আহত হন। ৫ জুন সেনাবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় এনে শেখ হাসিনা বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়। পরদিন তাকে নেয়া হয় লাইফ সাপোর্টে। আগুনে গাউসুলের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়।
বিএম ডিপোতে উদ্ধারকাজ চালাতে গিয়ে এ নিয়ে ফায়ার সার্ভিসের ১০ কর্মীর মৃত্যু হল। এর আগে নয়জন ফায়ারফাইটারের মরদেহ পাওয়া গেছে।