প্রকাশ: ১১ জুন, ২০২২ ২:২৩ : অপরাহ্ণ
রাজধানীর গুলিস্তানে কাপ্তানবাজার এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস টোলপ্লাজা কাউন্টারে ঢুকে পড়ে। আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ সময় লাফিয়ে নিজের প্রাণ বাঁচান বাসচালক।
এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী ফ্লাইওভারের এক কর্মকর্তা জানান, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা উৎসব পরিবহনের একটি বাস হানিফ ফ্লাইওভার থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যায়।
এ সময় টোলপ্লাজার ১নং কাউন্টারের মধ্যে ঢুকে পড়ে। তবে টোলপ্লাজার ওই কাউন্টারের সামনে গার্ডার থাকায় প্রাণে বেঁচে যান কাউন্টারে থাকা কর্মকর্তা। এ সময় যাত্রী ও চালক লাফিয়ে গাড়ি থেকে নেমে যান। খবর পেয়ে রেকারের সাহায্যে গাড়িটি সরিয়ে নেয় পুলিশ।