প্রকাশ: ৯ জুন, ২০২২ ১১:৩৮ : পূর্বাহ্ণ
দীর্ঘ সাড়ে চার বছর বন্ধ থাকার পর আবারও বাংলাদেশিদের ভিসা দিতে যাচ্ছে বাহরাইন। মানামায় বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম বুধবার (৮ জুন) ফেসবুক লাইভে এ তথ্য জানান।
রাষ্ট্রদূত বলেন, নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীর মধ্যে দেশে এসে আটকে পড়া ১৬১ জনকে প্রথম দফায় ভিসা দেওয়া হবে বলে বাহরাইন সরকার জানিয়েছে।
উল্লেখ্য, বাহরাইন সরকার ২০১৮ সাল থেকে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দেয়। কোভিড মহামারীর মধ্যে দেশে ফিরে আটকা পড়া বাংলাদেশিরাও বাহরাইনে ফিরতে পারছিলেন না। এ সমস্যা সমাধানে বাংলাদেশ সরকার ও দূতাবাস উদ্যোগ নেয়। এরপর বাহরাইন সরকারের ইতিবাচক ইঙ্গিত পাওয়ার পর ফিরতে ইচ্ছুক প্রবাসীদের নিবন্ধন করতে বলা হয়।