চট্টগ্রাম, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মাদারবাড়িতে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

প্রকাশ: ৮ জুন, ২০২২ ১০:৪৩ : পূর্বাহ্ণ

চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ি এলাকার জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে। বুধবার (৮ জুন) ভোরে ফায়ার সার্ভিস আগুন লাগার সংবাদ পায়। এরপর ৬টি ইউনিটের চেষ্টায় সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এতে পুড়ে যায় ছোট ছোট পাঁচটি জুতার কারখানা ছাড়াও একটি ডিপার্টমেন্টাল স্টোর। তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ৩০ লাখ টাকা।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে তাদের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন কিছুটা বেশি হলেও, পাশে একটি পুকুর থেকে সহজে পানি পাওয়ায় দেড় ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

Print Friendly and PDF