চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘পদ্মা সেতু উদ্বোধন ঘিরে নেতাকর্মীদের সচেতন থাকার নির্দেশ’

প্রকাশ: ৮ জুন, ২০২২ ৫:০৯ : অপরাহ্ণ

পদ্মা সেতু উদ্বোধনের দিন যে কোন ধরনের দুর্ঘটনা এড়াতে নেতা-কর্মীদের সচেতনভাবে দায়িত্ব পালন করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, পদ্মা সেতু নিয়ে এখনো ষড়যন্ত্র ও অপপ্রচার করছে বিএনপি। পদ্মা সেতুর ভিত্তিপ্রস্থর স্থাপন নিয়ে মির্জা ফখরুল রূপকথার গল্পের মতো মিথ্যাচার করছেন বলেও জানান কাদের।

সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে এখনো গুজব ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সবাইকে সর্তক থাকতে হবে।

সেতুমন্ত্রী আরও বলেন, পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে অনেক ঘটনা ঘটছে। জানি না চট্টগ্রামের কনটেইনার ডিপো তারই একটা অংশ কি না। পদ্মা সেতুর উদ্বোধনকে সামনে রেখে নাশকতা করার ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র আছে উদ্বোধনী দিন একটা ঘটনা ঘটানোর জন্য। তারা কিন্তু মরিয়া হয়ে চেষ্টা করবে, আমাদের সাবধান থাকতে হবে। সবাই সতর্ক থাকবেন। যাতে শত্রুরা ভেতরে ঢুকে কোনো অন্তর্ঘাত করতে না পারে।

Print Friendly and PDF