প্রকাশ: ৮ জুন, ২০২২ ৬:৪৪ : অপরাহ্ণ
আগামী নির্বাচন আগের চেয়ে স্বচ্ছ হবে। এমন আশা সিইসি কাজী হাবিবুল আউয়ালের।
বুধবার (৮ জুন) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।
এ সময় সিইসি আরও বলেন, ভোট কেন্দ্রগুলোতে সিসিটিভি বসিয়ে পর্যবেক্ষণ করা হবে। সাক্ষাৎ শেষে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস জানান, যুক্তরাষ্ট্রের প্রত্যাশা সব দলের সমঝোতায় আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। সেই ভোটে কারা জিতবে তা নিয়ে মাথা ব্যথা নেই। তবে যুক্তরাষ্ট্র চায় অবাধ ও সুষ্ঠ নির্বাচন।
মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, নির্বাচন প্রক্রিয়ায় ইসি খুবই গুরুত্বপূর্ণ। তবে অবাধ ভোট আয়োজনে সরকার, রাজনৈতিক দল, গণমাধ্যম ও জনগণেরও যথেষ্ট ভূমিকা রয়েছে।
নির্বাচন নিয়ে আপনাদের কোনও পরামর্শ ছিল কিনা? এমন প্রশ্নে তিনি জানান, এটি পুরো বাংলাদেশের বিষয়। সর্বোপরি যুক্তরাষ্ট্র এমন নির্বাচন চায়, যাতে বাংলাদেশের জনগণ নিজেদের নেতা নির্বাচন করতে পারেন।