চট্টগ্রাম, শুক্রবার, ১৭ মে ২০২৪ , ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কিনা, জানতে চান বিএনপির হারুন

প্রকাশ: ৬ জুন, ২০২২ ১১:৩৪ : পূর্বাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় জাতীয় বা আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কিনা জানতে চান বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। এ ঘটনায় তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তিনি। এজন্য নামমাত্র কমিটি না করে একটি নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে ঘটনা তদন্তের দাবি জানান। সেই সঙ্গে এখনও কেন ওই ডিপোর মালিককে গ্রেপ্তার করা হয়নি, সে প্রশ্ন রাখেন তিনি।

রোববার (৫ জুন) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই দাবি জানান হারুন। তিনি এই ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতি নিয়ে জাতীয় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রীর বিবৃতি দাবি করেন।

হারুনুর রশীদ বলেন, আমি মনে করি, যেহেতু বন্দরগুলো আজকে আন্তর্জাতিক বিভিন্ন দেশ ব্যবহার করার সুযোগ পাচ্ছে, এর পেছনে ষড়যন্ত্র আছে কিনা, এখানে সেনাবাহিনীসহ যারা বিশেষজ্ঞ, তাদের নিয়ে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি দিয়ে তদন্ত হওয়া দরকার।

হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে বিএনপির এই সংসদ সদস্য বলেন, সীতাকুণ্ডের এই ঘটনা একটি ভয়াবহ ঘটনা। গত ৫০ বছরে কোনো ডিপোতে এ ধরনের ঘটনা ঘটেনি।

বিএনপির এই সংসদ সদস্য বলেন, ডিপোতে যে দাহ্য পদার্থের কনটেইনারে ছিল সে সম্পর্কে আগে থেকে তাদের অবহিত থাকা উচিত ছিল। সাধারণ কনটেইনারের মধ্যে দাহ্য পদার্থের কনটেইনার ঢুকালে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

যে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে তার দায়-দায়িত্ব কে নেবে, আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অর্থ সহায়তা কে দেবে? প্রশ্ন রাখেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ।

Print Friendly and PDF