চট্টগ্রাম, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ , ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

হাইড্রোজেন পার অক্সাইডের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না: ফায়ার সার্ভিস

প্রকাশ: ৫ জুন, ২০২২ ১০:৫৯ : পূর্বাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে হাইড্রোজেন পার অক্সাইড নামে দাহ্য রাসায়নিক পর্দাথ থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

রোববার (৫ জুন) সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। কীভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে তা ঘুরে দেখেন মহাপরিচালক।

তিনি জানান, বর্তমানে আগুন নেভাতে ২৫টি ইউনিট কাজ করছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৫ কর্মীর মৃত্যু হয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার বলেন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগে।

রোববার সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখার সময় আগুন নিয়ন্ত্রণে আসার খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ফায়ার সার্ভিসের ৫ সদস্য রয়েছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় চার শতাধিক মানুষ দগ্ধ হয়েছেন।

Print Friendly and PDF