চট্টগ্রাম, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মা সেতুর উদ্বোধন; নিয়মের মধ্যে পড়লে খালেদা জিয়াকেও বাদ দেয়া হবে না: কাদের

প্রকাশ: ৪ জুন, ২০২২ ৪:০২ : অপরাহ্ণ

কে পক্ষে, কে বিপক্ষে সেটা বড়ো কথা নয়; বিশ্বব্যাংক এবং সকল রাজনৈতিক দলকেই পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। এমনকি নিয়মের মধ্যে পড়লে খালেদা জিয়াকেও বাদ দেয়া হবে না, এমনটাই জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (৪ জুন) রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে ব্র্যাকের উদ্যোগে প্রশিক্ষণ পাওয়া নারী চালকদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, কে পক্ষে, কে বিপক্ষে সেটা দেখবো না। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অনেক প্রত্যাশিত পদ্মা সেতুর উদ্বোধন করবেন, আমরা সে উপলক্ষে প্রস্ততি নিতে শুরু করেছি। বিশ্ব ব্যাংকের যিনি কান্ট্রি ডিরেকটর, তাকেও আমি আমন্ত্রণ জানিয়েছি।

সড়ক দুর্ঘটনারোধ ও সড়কে শৃঙ্খলা আনার ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, সড়কের নতুন উপদ্রব মোটরসাইকেল। তরুণদের উন্মত্ত হাতির মতো চলাচল খুবই দুঃখজনক। সড়কে শৃঙ্খলা না থাকলে বড় বড় প্রকল্প দিয়েও দুর্ঘটনা-যানজট কমানো যাবে না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

Print Friendly and PDF