প্রকাশ: ৪ জুন, ২০২২ ১১:৩৭ : পূর্বাহ্ণ
দুধের দুই শিশু অবিরাম কান্না করে যাচ্ছিল। একজনের বয়স চার মাস। আরেকজনের বয়স দুই বছর। তাদের কান্না থামাতে চার মাস বয়সী মেয়ে ও দুই বছর বয়সী ছেলেকে গলা টিপে হত্যা করেন শিশু দু’জনের মা। এরপর একটি মাঠে নিয়ে তাদের মরদেহ পুড়িয়ে ফেলেন তিনি।
পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, লোমহর্ষক এই ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রের নান্দেদ জেলার একটি গ্রামে। অভিযুক্ত নারীর বয়স ৩০ বছর।
ভোকার থানার এক কর্মকর্তা জানান, পুলিশ অভিযুক্ত নারী ধুরপাদাবাই গণপত নিমলওয়াদকে বৃহস্পতিবার তার মা এবং ভাইয়ের সঙ্গে গ্রেপ্তার করেছে। শিশু দু’টিকে পুড়িয়ে ফেলতে ধুরপাদাবাইকে সহায়তা করেছিলেন তারা দু’জন।
ওই কর্মকর্তা জানান, জেলার ভোকার তালুকের পান্ডুরনা গ্রামে পরপর দুই দিন ৩১ মে ও ১ জুন এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
তিনি বলেন, ৩১ মে অবিরাম কান্নার জন্য ধুরপাদাবাই তার চার মাস বয়সী মেয়ে অনুসূয়াকে শ্বাসরোধ করে হত্যা করে। পরদিন ছেলে দত্ত খাবারের জন্য কান্নাকাটি করার পর তাকেও একইভাবে হত্যা করেন ধুরপাদাবাই।
ধুরপাদাবাই এরপর তার মা কোন্দাবাই রাজেমোদ এবং ভাই মাধব রাজেমোদের সাহায্যে একটি মাঠে একটি চিতায় তাদের মৃতদেহ পুড়িয়ে দেন। তারা দু’জনই মুখেদ তালুকের বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।