চট্টগ্রাম, রোববার, ১০ নভেম্বর ২০২৪ , ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কোন মুখে পদ্মা সেতুতে উঠবে বিএনপি, মতিয়া চৌধুরীর জিজ্ঞাসা

প্রকাশ: ৪ জুন, ২০২২ ২:১৯ : অপরাহ্ণ

বিএনপির রাজনীতি, হত্যা ও গুম-খুনের রাজনীতি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য মতিয়া চৌধুরী। এসময় তিনি বলেন, পদ্মা সেতু নিয়ে বিএনপি ষড়যন্ত্র করেছে। এরপর সেই সেতুতে কোন মুখে উঠবে বিএনপি?

শনিবার (৪ জুন) সকালে কৃষক লীগের বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বিএনপি একমাত্র হত্যা ও ষড়যন্ত্রে বিশ্বাসী। তাদের কাজই হলো বিদেশিদের কাছে নালিশ করা। কিন্তু সেখানেও তাদের কোনো অর্জন নেই বলে জানান তিনি।

এসময় বিএনপিকে দেশের অপশক্তি উল্লেখ করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সারাদেশের মানুষকে গণআন্দোলনে নামার আহ্বান করেন মতিয়া চৌধুরী।

 

Print Friendly and PDF