প্রকাশ: ১ জুন, ২০২২ ১০:৪৬ : পূর্বাহ্ণ
টেক্সাসের স্কুলে গোলাগুলিতে শিক্ষক-শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর রেশ কাটতে না কাটতেই যুক্তরাষ্ট্রে ফের গোলাগুলির ঘটনা ঘটলো।
মার্কিন গণমাধ্যম এনবিসি’র প্রতিবেদন অনুযায়ী, লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে একটি হাইস্কুলের স্নাতক সমাবর্তন অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় বয়স্ক এক নারী নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। স্থানীয় সময় মঙ্গলবার (৩১ মে) এ ঘটনা ঘটে বলে বুধবার প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে এনবিসি।
নিউ অরলিন্স শহরের পুলিশের বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, জেভিয়ার ইউনিভার্সিটির ক্যাম্পাসে সমাবর্তন অনুষ্ঠানস্থলের বাইরে গোলাগুলির এই ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, সমাবর্তনের জন্য স্থানীয় মরিস জেফ হাইস্কুলের স্নাতকরা সেখানে জড়ো হয়েছিলেন।
নিউ অরলিন্স পুলিশের মুখপাত্র গ্যারি শীট বলেছেন, অনুষ্ঠানস্থলের বাইরে গুলিবিদ্ধ হতাহত তিনজনই সেখানে স্নাতক সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য গিয়েছিলেন।
এর আগে যুক্তরাষ্ট্রের টেক্সাসের উভালদে রব এলিমেন্টারি স্কুলে এক তরুণ বন্দুকধারীর গুলিতে গত মঙ্গলবার অন্তত ১৯ শিশু শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়েছিলেন।
শিক্ষার্থী ছাড়া নিহতদের বাকি দু’জন প্রাপ্তবয়স্ক, যাদের মধ্যে ওই শিশুদের শিক্ষিকাও ছিলেন।