চট্টগ্রাম, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মানহীন প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: ১ জুন, ২০২২ ৫:৩৬ : অপরাহ্ণ

ডায়াগনস্টিক সেন্টারের মান নিয়ে প্রশ্ন উঠেছে। মানহীন যে প্রতিষ্ঠান রয়েছে তাদের সময় দিয়ে নির্দেশনা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (১ জুন) সকালে বিআইসিসিতে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবসের অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, অবৈধ ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা কাউকে হ্যারাসমেন্ট করতে চাচ্ছি না। আমরা চাই ক্লিনিক মালিকদের সহযোগিতা। এছাড়া অন্যায় করলে আইনের আওতায় আনা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Print Friendly and PDF