চট্টগ্রাম, রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪ , ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মা সেতু উদ্বোধনের দিন জনসভা করবে আ. লীগ, উপস্থিত থাকবে ১০ লাখ মানুষ

প্রকাশ: ১ জুন, ২০২২ ৪:২৫ : অপরাহ্ণ

পদ্মা সেতু উদ্বোধনের দিন পদ্মারপাড়ে শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাটে বিশাল জনসভা করবে আওয়ামী লীগ। খুলনা-বরিশাল বিভাগ এবং আশেপাশের ২২টি জেলার মানুষ সরাসরি এ জনসভায় অংশ নেবেন।

সভায় ১০ লাখ মানুষের উপস্থিতির প্রস্তুতি নিচ্ছে দলটি। সভার পর দেশের বরেণ্য শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। জনসভা সফল করতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক হয়।

বৈঠক শেষে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম সাংবাদিকদের এ তথ্য জানান। উদ্বোধনী জনসভা উৎসবের জনসমুদ্রে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আগামী ২৫ জুন চালু হবে বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু। ওই দিন যান চলাচলের তা খুলে দেয়া হবে। উদ্বোধন ঘিরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে ক্ষমতাসীন সরকার।

Print Friendly and PDF