চট্টগ্রাম, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ , ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দীর্ঘ ১৯ বছর পর অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম মহানগর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন

প্রকাশ: ৩০ মে, ২০২২ ২:৩৫ : অপরাহ্ণ

দীর্ঘ ১৯ বছর পর অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম মহানগর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন।

সোমবার (৩০ মে) নগরীর কিং অব চিটাগং কমিউনিটি সেন্টারে বেলুন ও পায়রা উড়িয়ে এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

সম্মেলনে প্রধান অতিথি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল হক সেলিম। সম্মেলনে ৭৯৫ জন কাউন্সিলর অংশগ্রহণ করে নগর যুবলীগের পরবর্তী নেতৃত্ব নিয়ে তাদের মতামত জানাবেন। অনুষ্ঠানে অতিথিসহ প্রায় ছয় হাজার মানুষ অংশ নিচ্ছেন।

২০০৩ সালে সর্বশেষ এ সম্মেলনের মাধ্যমে নগর যুবলীগের কমিটি গঠন করা হয়। এবার কমিটির দুই শীর্ষপদের জন্য ১০৭ জন আবেদন করেছেন। এরমধ্যে সভাপতি পদে ৩৫ জন আর সাধারণ সম্পাদক পদের জন্য ৭২ জন আবেদন করেছেন।

 

Print Friendly and PDF