প্রকাশ: ২৯ মে, ২০২২ ২:৫৯ : অপরাহ্ণ
ভুল বিচারে কেউ সাজাপ্রাপ্ত হলে রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চাইতে পারবে খালাসপ্রাপ্ত ব্যক্তি। রোববার (২৯ মে) হাইকোর্টের এ যুগান্তকারী রায়ের পূর্ণাঙ্গ লিখিত রূপ প্রকাশিত হয়েছে।
এর আগে ৬ জানুয়ারি বিচারপতি কৃষ্ণ দেবনাথ এবং বিচারপতি কে এম জাহিদ সারোয়ারের দ্বৈত বেঞ্চ এ রায় দেন।
গাজীপুরের ভাওয়াল শালবনে নিয়ে ছিন্নমূল এক শিশুকে হত্যা মামলার দুই আসামি আনোয়ার হোসেন ওরফে শংকর চন্দ্র দেবনাথ ও জাকির হোসেনকে খালাস দেন হাইকোর্ট। এর আগে বিচারিক আদালত তাদের মৃত্যুদণ্ড দিয়েছিলেন। এছাড়া এ মামলার পুলিশ সদস্যরা সাক্ষ্য না দেয়ায় তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ দেন আদালত।
লিখিত রায়ে আদালত বলেন, এখানে ‘মিসকারেজ অফ জাস্টিস’ হয়েছে। একই সাথে আদালত মনে করেন রাষ্ট্রের কাছ থেকে এই খালাসপ্রাপ্ত নিরপরাধ ব্যক্তিরা ক্ষতিপূরণ এবং সঠিক পুনর্বাসনের দাবি করতে পারবেন।