চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে, বুয়েটের ২ কর্মচারী নিহত

প্রকাশ: ২৬ মে, ২০২২ ৪:১০ : অপরাহ্ণ

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ সময় আরও ৭ জন আহত হন। বৃহস্পতিবার (২৬ মে) বেলা ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। হতাহতরা সবাই বুয়েটের নিরাপত্তা শাখার কর্মচারী।

নিহতরা হলেন রাজীব মিয়া ও ওয়াহিদুল। আহতরা হলেন- বুয়েট নিরাপত্তা শাখার কর্মচারী জয়নাল, মিলন, মঞ্জুর, আব্দুল মালেক, চালক ফারুকসহ আরও দুজন। খবর পেয়ে বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠিয়েছে।

জানা যায়, থানচি উপজেলার জীবননগর ঢালুতে পর্যটকবাহী কালো রঙের নোয়া গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক পর্যটক নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান।

পর্যটক আবদুল মালেক জানান, আমরা বুয়েটের নিরাপত্তা শাখার কর্মচারী। ঢাকা থেকে সহকর্মী একজনের ভাড়া গাড়িতে করে বান্দরবান বেড়াতে এসেছিলাম। থানচিতে যাওয়ার পথে জীবননগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়।

থানচি থানার ওসি সুদীপ রায় জানান, পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে একজন নিহত হয়েছেন এবং সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। গাড়িতে থাকা আরও ৭ পর্যটক আহত হয়েছেন।

Print Friendly and PDF