চট্টগ্রাম, রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪ , ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দুঃশাসনের কথা বলার আগে বিএনপি নেতাদের উচিত আয়নায় নিজেদের চেহারা দেখা: কাদের

প্রকাশ: ২৬ মে, ২০২২ ২:২৩ : অপরাহ্ণ

দুঃশাসনের কথা বলার আগে বিএনপি নেতাদের উচিত আয়নায় নিজেদের চেহারা দেখা, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা তৈরি করতে যে সংলাপের কথা বলছে বিএনপি সেটা আসলে সংলাপ নয়,সংলাপের আড়ালে বিএনপি ও তাদের দোসররদের সাম্প্রদায়িক অপশক্তির গভীর ষড়যন্ত্র।

বৃহস্পতিবার (২৬ মে) সকালে সচিবালয়ে নিজ অফিসে ব্রিফিংকালে একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Print Friendly and PDF