চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ কোনোমতেই দায়ী নয়: প্রধানমন্ত্রী

প্রকাশ: ২৬ মে, ২০২২ ২:২১ : অপরাহ্ণ

জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে বাংলাদেশ। অথচ জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ কোনোমতেই দায়ী নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া জলবায়ু পরিবর্তনের কথা মাথায় রেখেই ডেলটা প্ল্যান বাস্তবায়ন করতে হবে। নতুন প্রজন্মের জন্যই এমন উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৬ মে) সকালে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সেনারগাঁওয়ে আয়োজিত বাংলাদেশ ডেলটা প্ল্যান-২১০০ ইন্টারন্যাশনাল কনফারেন্স: বাস্তবায়নে সমস্যা ও প্রতিবন্ধকতা শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, অভিন্ন নদীর পানির হিস্যা আদায় বা সমুদ্রসীমায় অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগ সরকারই পদক্ষেপ নিয়েছে, এর বাইরে আর কোনো সরকারই পদক্ষেপ নেয়নি। ভবিষ্যত প্রজন্মের নিরাপত্তার কথা মাথায় রেখেই ডেলটা প্ল্যান বাস্তবায়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের জন্যই করোনার মাঝে করোনার মধ্য দেশের অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব হয়েছে। নানা প্রতিবন্ধকতা সামনে রেখে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আওয়ামী লীগ কাজ করছে বলেও জানান শেখ হাসিনা।

Print Friendly and PDF