চট্টগ্রাম, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ , ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি কিশোরের মৃত্যু

প্রকাশ: ২৫ মে, ২০২২ ৪:৩২ : অপরাহ্ণ

অবরুদ্ধ পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত গাইথ রাফিক ইয়ামিনের বয়স ১৬ বছর।

আজ বুধবার ভোরে নাবলুসে ইসরায়েলি বাহিনীর সাথে ফিলিস্তিনিদের মুখোমুখি অবস্থানের সময় ইয়ামিন নিহত হন।

এ সময় ইসরায়েলি বাহিনীর করা গুলি ইয়ামিনের মাথায় লাগলে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে নেওয়ার ১৩ মিনিট পর সে মারা যায়।

 

সূত্র: আল জাজিরা

Print Friendly and PDF