প্রকাশ: ২৩ মে, ২০২২ ১০:৫৬ : পূর্বাহ্ণ
দীর্ঘ ৪২ বছর ধরে বন্ধ ঠাকুরগাঁও বিমানবন্দর। পরিত্যাক্ত জমি এখন হয়ে গেছে ফসলের মাঠ। রানওয়ে ছেয়ে আছে আগাছায়। বন্দরের জমিগুলোতে চলছে পুরোদমে চাষবাদ। লীজ নিয়ে জমিতে ভূট্টা, গম, আলুসহ বিভিন্ন ফসল উৎপাদন করছেন স্থানীয়রা।
১৯৪০ সালে ব্রিটিশ শাসন আমলে ৫৫০ একর জমির উপর প্রতিষ্ঠা করা হয় ঠাকুরগাঁওয় বিমানবন্দর। স্বাধীনতার পরও বিমানবন্দরটি সচল ছিলো। পরে লোকসান দেখিয়ে ১৯৮০ সালে বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়। জেলাবাসীর দাবির মুখে ১৯৯৪ সালে বিমানবন্দরটি চালুর উদ্যোগ নেয়া হলেও, তা এখনও আলোর মুখ দেখেনি।
বন্ধ বিমানবন্দরটি পরিণত হয়েছে গো-চরণ ভুমিতে। নষ্ট হয়ে যাচ্ছে রানওয়ে, ভবন ও সরঞ্জাম। তাই পুনরায় চালুর দাবি এলাকাবাসির। সম্প্রতি এ বিমানবন্দরটি চালু হওয়ার আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি।
বিমানবন্দরটি চালু হলে যাত্রী সেবার পাশাপাশি জেলায় বানিজ্যিক প্রসার ঘটবে বলে প্রত্যাশা জেলাবাসীর