প্রকাশ: ২৩ মে, ২০২২ ৪:৫২ : অপরাহ্ণ
ভারতের ঐতিহ্যবাহী সংগঠন জমিয়তে ওলামায়ে হিন্দ দেশটির মহারাষ্ট্র রাজ্যের বন্যাদুর্গত মুসলিম ও অমুসলিমদের মধ্যে উপহার হিসেবে ঘর বিতরণ করেছে।
সংগঠনটির সভাপতি আল্লামা সাইয়েদ আরশাদ মাদানি রোববার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান।
ওই ফেসবুক পোস্টে বলা হয়, মহারাষ্ট্রের মহাড় এলাকার বন্যাদুর্গত ও বাস্তুচ্যুত অন্তত ৪৫টি পরিবারের হাতে ঘরের চাবিগুলো তুলে দেয়া হয়। এদের মধ্যে ২২টি অমুসলিম পরিবারও রয়েছে।
প্রসঙ্গত, জমিয়তে ওলামায়ে হিন্দ ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ পুরোনো প্লাটফর্ম। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে এ সংগঠনটির জন্ম। উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে এ দলটির ব্যাপক অবদান রয়েছে।
আল্লামা সাইয়েদ আরশাদ মাদানি ব্রিটিশবিরোধী সংগ্রামের প্রাণপুরুষ সাইয়েদ হুসাইন আহমদ মাদানির ছেলে। বর্তমানে তাকে ভারতের অন্যতম প্রভাবশালী আলেম হিসেবে বিবেচনা করা হয়।
একইসাথে তিনি উপমহাদেশের প্রখ্যাত ইসলামি বিদ্যাপীঠ ভারতের দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন। বাংলাদেশে তার অসংখ্য ছাত্র ও ভক্ত রয়েছে।