চট্টগ্রাম, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ , ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

লগ্ন ভুলে নাচে মগ্ন বর, রেগেমেগে যা করলেন কনে

প্রকাশ: ২২ মে, ২০২২ ৪:৫২ : অপরাহ্ণ

নিজের বিয়ে তাই, অতি উচ্ছ্বসিত বর নাচছিলেন মনের আনন্দে। আর সেই নাচই কাল হয়ে দাঁড়াল তার জন্যে।

বরযাত্রার সময় মদ্যপান করে বন্ধুদের সঙ্গে উদোম নাচ শুরু করেন তিনি। এই ফাঁকে পার হয়ে যায় লগ্নের শুভ প্রহরও।

শেষ পর্যন্ত রেগেমেগে অন্য একজনকেই বিয়ে করে নেন কনে। সিনেমার গল্প নয়, বাস্তবে ঘটেছে এমন ঘটনা।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে ও ইন্ডিয়া টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, ভারতের রাজস্থানের চারু জেলার রাজগড় তহসিলের চেলানা গ্রামে এ ঘটনা ঘটে।

খবরে বলা হয়েছে, গত রোববার বর সুনীল ও তার আত্মীয়রা বিয়ের আনুষ্ঠানিকতা সারতে কনের বাড়িতে পৌঁছান। কনের বাড়ির উদ্দেশে রাত ৯টায় বরযাত্রার কথা ছিল।

কিন্তু বর মদ্যপান করে বন্ধুদের সঙ্গে আনন্দে নাচছিলেন। বরপক্ষের আত্মীয় ও বন্ধুবান্ধবদের এমন আচরণে কনে ও তার পরিবার যারপরনাই হতাশ হন। তাঁরা বিয়ে বাতিলের সিদ্ধান্ত নেন।

শেষ পর্যন্ত ক্ষুব্ধ কনে বরযাত্রীদের ফিরে যেতে বলেন। এরপর কনের পরিবার তাৎক্ষণিকভাবে তাকে অন্যত্র বিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়। এমন নাটকীয়তার পর বরের পরিবার বিষয়টি জানাতে রাজগড় থানায় যান। কনের পরিবারের বিরুদ্ধে তারা একটি অভিযোগও দায়ের করেন।

অবশ্য কনেপক্ষের দাবি, বিয়ের শুভলগ্নের বিষয়ে বর এবং তার পরিবার একেবারে উদাসীন ছিলেন। ভবিষ্যতেও এ ধরনের আচরণ চলতে পারে বলে তাদের আশঙ্কা।

পুলিশি হস্তক্ষেপের পর দুই পরিবারের পক্ষ থেকেই বলা হয়, পারিবারিক কারণে বিয়ে বাতিল করা হয়েছে। তারা ঘটনার আদ্যোপান্ত পুলিশকে জানিয়েছেন।

Print Friendly and PDF