চট্টগ্রাম, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ , ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

তত্ত্বাবধায়ক সরকারকে জাদুঘরে পাঠিয়েছে উচ্চ আদালত : কাদের

প্রকাশ: ২২ মে, ২০২২ ২:৫৬ : অপরাহ্ণ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারকে জাদুঘরে পাঠিয়েছে উচ্চ আদালত। আজ রোববার মৎসজীবী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশনের অধীনেই আগামী নির্বাচন হবে। সেটা মেনেই বিএনপিকে নির্বাচনে আসতে হবে।

বিএনপিকে উদ্দেশ্য করে সেতুমন্ত্রী বলেন, কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর উপর সরকারের কোন প্রভাব থাকবে না। ভয় পাচ্ছেন কেন?

নির্বাচন ছাড়া অন্য কোনো উপায়ে সরকার পরিবর্তনের সুযোগ নেই বলেও জানান তিনি।

সেতুমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার পদত্যাগের দাবি বিএনপির, জনগণের নয়। সফলরা পদত্যাগ করে না। শেখ হাসিনার জনপ্রিয়তা ৯০ শতাংশ।

কাদের বলেন, পদ্মাসেতুর বাস্তবায়ন, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ সব ক্ষেত্রে উন্নয়ন করে শেখ হাসিনা সফলতার স্মারক রেখেছেন। তার নেতৃত্ব এখন সারাবিশ্বে সমাদৃত। দেশের জনগণেরও বর্তমান সরকারের প্রতি আস্থা আছে। বিএনপি নেতারা ব্যর্থ, তাদের পদত্যাগ করা উচিত।

Print Friendly and PDF