প্রকাশ: ২১ মে, ২০২২ ১২:১৮ : অপরাহ্ণ
অনেক ছবিতে দেখা যায় বানর আর কুকুরের মধ্যে খুবই বন্ধুত্ব সম্পর্ক। তবে এবার ছবিতে নয় এ বন্ধুত্বের সম্পর্ক দেখা গেল বাস্তবে। কুকুরের পিঠের ওপর উঠে দোকান থেকে চিপসের প্যাকেট ছিনিয়ে নিতে দেখা যাচ্ছে ওই বানরকে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে- যদিও ভিডিওটি পুরাতন। তারপরও অনেকে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। হয়েছে ভাইরালও। মিমস বিকেএস নামের একটি ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে তার ক্যাপশনে লিখেছেন- কে বলবে বানর আর কুকুর ভালো বন্ধু নয়?
অনেকে আবার মন্তব্য করেছেন তাদের মধ্যে ভালো টিম ওয়ার্ক হচ্ছে। ভিডিওটিতে আড়াই হাজার লাইক পড়েছে। ভিউ হয়েছে ২৯ হাজার। যদিও প্রাচীনকাল থেকে বলা হয়ে থাকে যে বানর এবং কুকুর বন্ধু হতে পারে না, তবে সোশ্যাল মিডিয়ার কয়েকটি ভিডিও তাদের ভুল প্রমাণ করেছে।
গত দুই বছর আগে ঠিক এরকইম একটি ভিডিও ভাইরাল হয়েছিল। তবে এ ঘটনা কোথায় ঘটেছে সে বিষয়ে কিছুই বলা হয়নি।
https://twitter.com/i/status/1523146989361262593