চট্টগ্রাম, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ , ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

এবার চাল নিয়ে কারসাজি, ভরা মৌসুমেও বাড়ছে দাম

প্রকাশ: ২১ মে, ২০২২ ৫:৩২ : অপরাহ্ণ

Rice

তেল থেকে নুনের দাম যখন মগডালে। তখন ভরা মৌসুমেও দাম বৃদ্ধির প্রতিযোগিতায় পিছিয়ে নেই চাল। এবার চাল নিয়ে চালবাজি। ভরা মৌসুমে বিনা কারণেই বাড়ছে দেশের মানুষের প্রধান খাদ্যপণ্যটির দাম।

এতে ক্ষুব্ধ ক্রেতারা। উর্ধ্বমুখী পাইকারির বাজারের নেতিবাচক প্রভাব পড়েছে খুচরায়। মৌসুমকে কেন্দ্র করে কিছুটা কম দামে ক্রেতা সাধারণ চাল কিনতে বাজারে এলেও চড়া দাম মেনে নিতে নারাজ তারা। এতে দু’পক্ষের মধ্যে তৈরি হচ্ছে মনোমালিন্য।

সরবরাহ সংকটের অজুহাতে সপ্তাহ ব্যবধানে মানভেদে প্রতি কেজি চালের দাম বেড়েছে ২ থেকে ৩ টাকা। চালের বাজারে অস্থিরতার পেছনে মিলারদের কারসাজিকে দুষছেন পাইকারি বিক্রেতারা।

টিসিবির তথ্য বলছে, বছর ব্যবধানে সরু চালের দাম বেড়েছে প্রায় ৮ শতাংশ। বিপরীতে মোটা চালের দাম বেড়েছে ২ শতাংশের ওপরে।

Print Friendly and PDF