চট্টগ্রাম, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মসজিদে ঢুকলেই মাথা কেটে ফেলব : বজরং কর্মীর হুঙ্কার (ভিডিও)

প্রকাশ: ২০ মে, ২০২২ ২:১৮ : অপরাহ্ণ

জ্ঞানবাপী মসজিদে নামাজ পড়তে আসা মুসলমানদের হত্যার হুমকি দিয়েছেন বজরং দলের এক কর্মী। তার সে হুমকির ভিডিও কদিন ধরে ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে।

উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা পণ্ডিত রবি সোনকার নামে ডানপন্থী এক ব্যক্তি তার অফিসিয়াল ফেসবুক পেজে এমন সহিংসতার আহ্বান জানিয়েছেন। সেখানে তিনি নামাজ পড়তে আসা মুসলিমদের মাথা কেটে নেয়ার হুমকি দিয়েছেন।

ভারতের জনপ্রিয় পত্রিকা সিয়াসত ডেইলির প্রতিবেদন অনুযায়ী, ভিডিওতে রবি সোনকারকে সরাসরি মুসলিমদের হুমকি দিতে দেখা গেছে।

ভিডিওতে উগ্রবাদী রবি সোনকার বলেন, ‘এটি দুঃখজনক যে এই লোকেরা (মুসলিম) বছরের পর বছর ধরে তাদের নোংরা হাত এবং পা পরিষ্কার করতে আমাদের শিবলিঙ্গ ব্যবহার করেছে। সেখানে কুলি করছে তারা। এবার আসলে ওই হাত-পা এবং মাথা কেটে ফেলব।’

ভিডিওটি প্রথমে ফেসবুকে প্রকাশ করা হয়। সেখানে সেটি ছড়িয়ে পড়ার পর টুইটারেও ভাইরাল হয় ভিডিওটি। এদিকে পুলিশ এখনও রবি সোনকারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।

এর আগে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জ্ঞানবাপী মসজিদ মামলার শুনানি শুক্রবার পর্যন্ত স্থগিত করে বারানসি আদালতকে আর কোনো পদক্ষেপ না নেয়ার নির্দেশ দিয়েছে।

এর আগে ভারতের বারানসির জ্ঞানবাপী মসজিদে মুসলমানদের প্রবেশ ও নামাজ পড়ায় কোনো রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না বলে নির্দেশ দেন আদালত।

গেল মঙ্গলবার সুপ্রিম কোর্ট এই নির্দেশ জারির পাশাপাশি জানিয়েছেন, ওই মসজিদে অজুর জন্য নির্দিষ্ট পুকুরে তথাকথিত ‘শিবলিঙ্গ’ (মতান্তরে ফোয়ারা) পাওয়ার যে দাবি করা হয়েছে, তার সত্যতা বিচারের জন্য শুধু ওই স্থানের সুরক্ষার ব্যবস্থা করতে হবে। কিন্তু সে জন্য মুসলমানদের মসজিদে প্রবেশে যেন বাধা দেয়া না হয়। নামাজেও কোনো বাধা সৃষ্টি না করার নির্দেশ দেন আদালত।

 

https://twitter.com/zoo_bear/status/1526358216820461574?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1526358216820461574%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.channel24bd.tv%2Finternational%2Farticle%2F104258%2FE0A6AEE0A6B8E0A69CE0A6BFE0A6A6E0A787-E0A6A2E0A781E0A695E0A6B2E0A787E0A687-E0A6AEE0A6BEE0A6A5E0A6BE-E0A695E0A787E0A69FE0A787-E0A6ABE0A787E0A6B2E0A6AC-%3A-E0A6ACE0A69CE0A6B0E0A682-E0A695E0A6B0E0A78DE0A6AEE0A780E0A6B0-E0A6B9E0A781E0A699E0A78DE0A695E0A6BEE0A6B0-E0A6ADE0A6BFE0A6A1E0A6BFE0A693-

Print Friendly and PDF