প্রকাশ: ১৯ মে, ২০২২ ২:৩৫ : অপরাহ্ণ
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ভুলক্রমে ইরাক আক্রমণকে ‘নিষ্ঠুর’ এবং ‘অযৌক্তিক’ বলে বর্ণনা করেন। পরে সঙ্গে সঙ্গে নিজেকে শুধরে নিয়ে বুশ বলেন, তিনি আসলে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কথা উল্লেখ করেছেন। খবর রয়টার্সের।
বুধবার ডালাসে এক অনুষ্ঠানে রাশিয়ার রাজনৈতিক ব্যবস্থার সমালোচনা করার সময় বুশ এই মন্তব্য করেন। তিনি বলেন, রাশিয়ায় ভারসাম্যের অনুপস্থিতি এবং একজন ব্যক্তির সম্পূর্ণ অন্যায় এবং নৃশংস সিদ্ধান্তের কারণে ইরাকে আক্রমণ শুরু হয়েছে। সঙ্গে সঙ্গে নিজেকে সংশোধন করে বুশ বলেন, আমি বলতে চাচ্ছি, ইউক্রেনের।
এ সময় মজা করে এই ভুলের দায় নিজের বয়সের ওপর চাপান বুশ। তখন উপস্থিত দর্শকরা হাসিতে ফেটে পড়েন। ২০০৩ সালে গণবিধ্বংসী অস্ত্রের দোহাই দিয়ে ইরাকে হামলা চালায় যুক্তরাষ্ট্র। যদিও ইরাকে কখনই পাওয়া যায়নি সেই কথিত গণবিধ্বংসী অস্ত্র। ইরাকে হামলার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন খোদ জর্জ ডব্লিউ বুশ। দীর্ঘস্থায়ী সংঘাতে লক্ষাধিক মানুষ নিহত এবং আরও অনেককে বাস্তুচ্যুত হয়।
https://twitter.com/i/status/1527078137582047236