প্রকাশ: ১৯ মে, ২০২২ ১০:৫৭ : পূর্বাহ্ণ
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সুরমা নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে সুনামগঞ্জ ও সিলেট শহর। পানির নিচে তলিয়ে দুর্ভোগে জর্জরিত সিলেটের মানুষ। সেইসাথে শুরু হয়েছে বিশুদ্ধ খাবার পানির অভাব।
এলাকাবাসী জানায়, তিন দিন থেকে এমনি হাঁটুপানি নিয়ে কোনোরকমে আছি। দুই দিন জমানো পানি দিয়ে কোনোমতে চলে গেছে। এখন বিশুদ্ধ পানির জন্য হাহাকার করতে হচ্ছে।
সিলেট নগরীর লালদিঘিরপার, শেখঘাট, তালতলা, মাছিমপুর, ছড়ারপার, মেন্দিবাগ, যতরপুরসহ বেশ কয়েকটি এলাকায়ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
এসব এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ করে আসছেন কিছু স্বেচ্ছাসেবী দল। বোতলভর্তি পানি ভ্যানগাড়িতে করে তারা বন্যাকবলিত এলাকায় বিতরণ করছেন।
প্লাবিত হয়েছে সুনামগঞ্জের পাঁচটি উপজেলা। বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তা-ঘাটসহ বসত ভিটা। পানিবন্দি হয়ে পড়েছে অর্ধলক্ষাধিক মানুষ। বন্ধ করা হয়েছে ২১৬টি শিক্ষা প্রতিষ্ঠান।
তবে জেলা প্রশাসন বলছেন বন্যা কবলিতদের সরকারের পক্ষ থেকে সহায়তা দেয়া হবে। নিরাপত্তার জন্য দুই উপজেলায় ১৩ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।