চট্টগ্রাম, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ , ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

দে‌শের মানু‌ষ ভা‌লো থাকলে ফখরুল সা‌হেব‌দের মন খারাপ হয়: কাদের

প্রকাশ: ১৯ মে, ২০২২ ৪:০৮ : অপরাহ্ণ

শতভাগ সততার সঙ্গে পদ্মা সেতু নির্মাণ কাজ সম্পন্ন করা হ‌য়ে‌ছে, বলেছেন সড়ক, প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের।বৃহস্পতিবার (১৯ মে) গাজীপুর জেলা আওয়ামী লীগের স‌ম্মেল‌নে ভার্চুয়া‌লে যুক্ত হ‌য়ে প্রধান ‌অতিথির বক্ত‌ব্যে এসব কথা ব‌লেন ।

তিনি বলেন, যারা দুর্নী‌তির অপবাদ দেন তা‌দের বিশ্ব ব‌্যাংকের বক্ত‌ব্যের দি‌কে নজর দি‌তে হ‌বে। বিশ্ব অব‌শে‌ষে স্বীকার ক‌রে‌ছে তারা পদ্মা সেতু প্রকল্প থে‌কে স‌রে গি‌য়ে ভুল ক‌রে‌ছে ।

ওবায়দুল কা‌দের বিএন‌পি‌কে উদ্দেশ্শ ক‌রে ব‌লেন, পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হ‌য়ে‌ছে। দে‌শের মানু‌ষের ভা‌লো হ‌য়ে‌ছে আর মীর্জা ফখরুল সা‌হেব‌দের মন খারাপ। দে‌শের মানুষ ভা‌লো থাক‌লে বিএন‌পির সক‌লের মন খারাপ হয়। বি‌শেষ ক‌রে বিএন‌পির নেতা-কর্মী‌দের মন খারাপ হয়।

এছাড়াও গত উপ‌জেলা প‌রিষদসহ অন‌্যান‌্য নির্বাচ‌নে যারা নৌকার প্রার্থীর বিরু‌দ্ধে অবস্থান নি‌য়ে ছি‌লেন তা‌দের বাদ দি‌য়ে তৃণমুল নেতা কর্মী‌দের নি‌য়ে ক‌মি‌টি গঠ‌নের জন‌্য উপ‌স্থিত কেন্দ্রীয় নেতা‌দের আহ্বান জানান, ওবায়দুল কা‌দের ।

এর আগে, ১৯ বছর পর গাজীপুর জেলা আওয়ামীলী‌গের স‌ম্মেলন আনুষ্ঠা‌নিক ভা‌বে অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার সকাল ১১ টায় গাজীপুরের ভাওয়াল রাজবা‌ড়ি মা‌ঠে  জাতীয় পতাকা উ‌ত্তোলন, বেলুন ও পায়রা উ‌ড়ি‌য়ে উ‌দ্বোধন করা হয়। জেলা আওয়ামী লীগ সভাপ‌তি ও মু‌ক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড‌ভো‌কেট আ ক ম মোজা‌ম্মেল হকের সভাপ‌তি‌ত্বে বক্তব‌্য রা‌খেন, কৃ‌ষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জা‌হিদ আহসান রা‌সেল, মীর্জা আজম এম‌পিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতা কর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

Print Friendly and PDF