চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

জমজমের পানি নিয়ে নতুন নির্দেশনা সৌদির, অমান্য করলে কঠোর সাজা

প্রকাশ: ১৯ মে, ২০২২ ১০:১২ : পূর্বাহ্ণ

পবিত্র জমজমের পানি বহনের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরবে বিমান চলাচল কর্তৃপক্ষ। জিলহজ মাস শুরু হওয়ার এই নির্দেশনা জারি করেছে তারা। এতে বলা হয়েছে, কেউ চেক-ইন লাগেজে জমজমের পানি বহন করতে পারবে না।

সৌদি জেনারেল এভিয়েশন অথরিটি নতুন নির্দেশিকাটির জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করেছে। এতে হাজিদের নিজ নিজ দেশে জমজমের পানি বহন করা নিষিদ্ধ করা হয়েছে।

সৌদি বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, দেশটির জেদ্দা বা অন্য কোনো বিমানবন্দর দিয়ে ভ্রমণকারী যাত্রীদের কারো কাছে জমজমের পানি ভর্তি বোতল না থাকার বিষয়টি নিশ্চিত করতে সব এয়ারলাইন্সকে নির্দেশ দেয়া হয়েছে।

নতুন আদেশ অমান্য করলে এয়ারলাইন্সগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে সৌদি বিমান চলাচল কর্তৃপক্ষ

আব-ই-জমজম হলো মক্কার মসজিদ আল-হারামে অবস্থিত জমজমের কূপের পানি। ইসলামিক ইতিহাস অনুসারে এটি অলৌকিক পানির উৎস। এই পানির মহান ধর্মীয় তাৎপর্য রয়েছে এবং মানুষজন হজ বা ওমরাহ পালন করার পর প্রচুর পরিমাণে জমজমের পানি তাদের দেশে নিয়ে যায়।

Print Friendly and PDF