চট্টগ্রাম, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভোজ্যতেলের বিকল্প বাড়ানোর কথা ভাবছে সরকার: বাণিজ্যমন্ত্রী

প্রকাশ: ১৮ মে, ২০২২ ২:২৭ : অপরাহ্ণ

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ভোজ্যতেলের দাম বিশ্ববাজারে অস্বাভাবিক বেড়েছে। দেশের বাজারে যার তীব্র প্রভাব পড়েছে। তাই বিকল্প হিসেবে সরিষা ও রাইস ব্রান তেলের ব্যবহার বাড়ানোর কথা ভাবছে সরকার। আজ বুধবার (১৮ মে) সচিবালয়ে তিনি এসব কথা বলেন।

টিপু মুনশি বলেন, রাইস ব্রান তেল ৭ লাখ টন উৎপাদন সম্ভব। মোট চাহিদার ২৫ শতাংশ যা পূরণ করবে। এ নিয়ে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে কথা হচ্ছে। এর উৎপাদন আরও বাড়নো সম্ভব। এখন উৎপাদন হয় ৫০/৬০ হাজার টন।

গমের আমদানি প্রসঙ্গে তিনি বলেন, এক্সপোর্ট না করে দেশর বাজারে গম রাখতে হবে। ভারত গম রপ্তানি বন্ধের প্রভাব বাংলাদেশে পড়বে না। যে পরিমাণ মজুদ আছে তা দিয়ে সঙ্কট হবে না।

পেঁয়াজ নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ২০২৫ নাগাদ আর পেঁয়াজ আমদানি করতে হবে না। কৃষক ভালো দাম পাওয়ায় গত বছরের চেয়ে এবার ২ লাখ টন উৎপাদন বেড়েছে। সাধারণত, ৬ থেকে ৭ লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয়। সেখানে উৎপাদন বাড়ায় আমদানি কমেছে।

Print Friendly and PDF