প্রকাশ: ১৮ মে, ২০২২ ২:৪৪ : অপরাহ্ণ
আকাশ থেকে বড় বড় ধাতব বল আছড়ে পড়লো ভারতীয় রাজ্য গুজরাটের মাটিতে। রহস্যময় সে ধাতুর বল দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন রাজ্যটির তিনটি গ্রামের বাসিন্দারা।
বুধবার ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের বরাতে এ খবর দিয়েছে জিও টিভি।
প্রতিবেদন অনুযায়ী, গুজরাটের ওই তিন গ্রামের বাসিন্দারা জানিয়েছেন- আকাশ থেকে পড়া রহস্যময় ওই ধাতুর বল দেখতে পেয়েই পুলিশে খবর দেয়া হয়।
গ্রামবাসীদের অভিযোগ পেয়েই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। সেখানে যেয়ে পুলিশ দেখতে পায় কালো ও রূপালী রংয়ের রহস্যময় ধাতুর বল। সেগুলোর একেকটির ওজন ৫ কেজিরও বেশি।
পুলিশ জানিয়েছে, আকাশ থেকে এসব ধাতব বল পড়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।
প্রাথমিক তদন্তের পর পুলিশ এসব ধাতব বলকে স্যাটেলাইটের ধ্বংসাবশেষ বলে চিহ্নিত করেছে।
ফরেনসিক টিম বলগুলো নিয়ে বিস্তারিত গবেষণা শুরু করেছে। পূর্ণ তদন্তের পরই জানা যাবে আসলেই সেটি কোনো স্যাটেলাইটের ধ্বংসাবশেষ নাকি ভিনগ্রহের কোনো বস্তু।