চট্টগ্রাম, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ , ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কুপিয়ে পুলিশের হাতের কবজি বিচ্ছিন্ন করলো আসামি

প্রকাশ: ১৫ মে, ২০২২ ৪:০৫ : অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযানে যাওয়া পুলিশ সদস্যকে কুপিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন করেছে এক আসামি। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

রোববার (১৫ মে) নৃশংস এ ঘটনা ঘটে  পদুয়া লালারখিল গ্রামে।

পুলিশ বলছে, কবির আহাম্মদ নামের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করতে যায় এসআই ভক্ত চন্দ্র, এএসআই মজিবুর রহমান, কনস্টেবল জনি খান ও শাহাদাত হোসেন। এসময় গ্রেপ্তার এড়াতে কবির আহম্মদ ধারালো দা দিয়ে কোপ দেয় জনি খানের হাতে। এসময় তার বাম হাতের কজি বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার পরপরই পালিয়ে যায় কবির। পরে দ্রুত জনি খানকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে পাঠানো
হয়।

অভিযুক্ত কবিরকে গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানান পুলিশ কর্মকর্তারা। তার নামে কয়েকটি মামলা আছে।

Print Friendly and PDF