চট্টগ্রাম, শুক্রবার, ৯ জুন ২০২৩ , ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

‘একটু কেরোসিন চাই…’ শ্রীলঙ্কায় সীমাহীন যন্ত্রণা অব্যাহত

প্রকাশ: ১২ মে, ২০২২ ২:০৯ : অপরাহ্ণ

সীমাহীন যন্ত্রণায় দিনাতিপাত করছেন লংকানরা। খাবার রান্নার জ্বালানি নেই, রোগে-শোকে ওষুধ নেই, নেই বিদ্যুৎ-গ্যাস-কেরোসিন।

দেশজুড়ে লংকানরা একটু জ্বালানির আশায় তীর্থের কাকের মতো জড়ো হচ্ছেন বিভিন্ন ফুয়েলিং স্টেশনে। বুধবার তেমনই কেরোসিনের জন্য হাহাকার দেখা যায় কোটাহেনা নামক এলাকায়।

স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি মিরর ওই এলাকার ছবি ছেপেছে। সেসব ছবিতে ফুটে উঠেছে লংকানদের সীমাহীন দুর্দশার চিত্র।

Print Friendly and PDF