চট্টগ্রাম, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার পেঁয়াজ সংকটের অজুহাত, পাইকারিতে বাড়লো ৬ টাকা

প্রকাশ: ১১ মে, ২০২২ ২:৪৩ : অপরাহ্ণ

দেশি কৃষকদের স্বার্থরক্ষায় বন্ধ রয়েছে ভারত থেকে পেঁয়াজ আমদানি। এতে ব্যস্ততা কমেছে হিলিসহ দেশের সব স্থলবন্দরের শ্রমিকদের। একইসঙ্গে কমেছে সরকারের রাজস্ব আদায়ের পরিমাণও।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় শ্রমিকদেরও আয় বন্ধ রয়েছে। সেই সঙ্গে হিলি স্থল বন্দরের যে আয় ছিল সেটাও বন্ধ।

আমদানি বন্ধের নেতিবাচক প্রভাব পড়ছে হিলি স্থলবন্দরে। মাত্র কয়েকদিনের ব্যবধানে পাইকারি পর্যায়ে কেজিতে দাম বেড়েছে অন্তত ৬ টাকা। এই মসলাজাতীয় পণ্যের দামের হঠাৎ ঊর্ধ্বমুখী প্রবণতায় বিপাকে পড়েছেন পাইকার, খুচরা ব্যবসায়ী ও ক্রেতা সাধারণ।

২৯ মার্চ থেকে ৫ মে পেঁয়াজ পর্যন্ত পেঁয়াজের নতুন এলসি বন্ধ রাখার ঘোষণা ছিল। চলতি মাসের শুরুতে নতুন সিদ্ধান্তের আশায় ছিলো ব্যবসায়ীরা। বাজার স্থিতিশীল করতে আমদানির অনুমতি চান তারা। তবে শিগগির আমদানি চালুর নিশ্চয়তা দিতে পারছেন না বন্দর কর্তৃপক্ষ।

আমদানি নিষেধাজ্ঞা কার্যকরের আগেই একদিনে সর্বোচ্চ ১ হাজার ৯০২ টন পেঁয়াজ আমদানির রেকর্ড হয় হিলি স্থলবন্দর দিয়ে।

 

Print Friendly and PDF