চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাবার সাথে ওমরাহ করছেন মুসকান, ‌মৃত্যুর খবর গুজব

প্রকাশ: ১১ মে, ২০২২ ৩:১১ : অপরাহ্ণ

ভারতের কর্ণাটক রাজ্যের আলোচিত হিজাবি কন্যা মুসকান খানের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসকানের মৃত্যুর খবর নিয়ে বেশ আলোচনা চলছে। তবে হিজাবি কন্যা মুসকান খানের মৃত্যুর খবরটি গুজব।

মুসকানের পরিবারের বরাত দিয়ে ভারতের মানবাধিকারকর্মীরা নিশ্চিত করেছেন,মারা যাননি মুসকান খান, বেঁচে আছেন এই বিপ্লবী শিক্ষার্থী।

শুধু তাই নয়, বাবার সাথে তিনি এখন পবিত্র ওমরাহ পালন করার জন্য সৌদি আরব ভ্রমণ করছেন। ইতোমধ্যে কাবা শরিফের সামনে তার একটি ছবিও পোস্ট করা হয় টুইটারে। সেখানে বলা হচ্ছে, দেশে না থাকায় একটি স্বার্থান্বেষী মহল মুসকানের মৃত্যুর খবর ছড়িয়েছে।

প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসেই কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্লাসরুমে হিজাব নিষিদ্ধ করা হয়। বিক্ষোভের মধ্যেই কলেজে বোরকা পরে গেলে, কট্টরপন্থীদের মুখোমুখি হন এই মুসলিম তরুণী। ভয় না পেয়েই ‘আল্লাহু আকবর’ বলে পাল্টা জবাব দেন তিনি। এ ঘটনা নিয়ে দেশ-বিদেশে বেশ আলোচনা হয়। ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে বেশ পরিচিত হয়ে উঠেছিলেন মুসকান।

Print Friendly and PDF