প্রকাশ: ১০ মে, ২০২২ ৫:২৬ : অপরাহ্ণ
বিয়ের আগে হবু স্বামীকে গ্রেপ্তার করেছেন এক নারী পুলিশ কর্মকর্তা। ভারতের আসামে এই ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ এক প্রতিবেদনে জানিয়েছে।
পুলিশ জানায়, প্রতারণার অভিযোগে সাব-ইন্সপেক্টর জুনমনি রাভা তার হবু স্বামী রানা পোগাগের অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে জানতে পেরে তার বিরুদ্ধে এফআরআই দায়ের করেন। এর পর তাকে গ্রেপ্তারও করেন।
পুলিশ কর্মকর্তারা জানান, অভিযুক্ত নিজেকে তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশনের (ওএনজিসি) জনসংযোগ কর্মকর্তা দাবি করে কয়েক হাজার রুপি হাতিয়ে নেন। তদন্তে পুলিশ ওএনজিসির ১১টি জাল সিল এবং জাল আইডি কার্ড খুঁজে পান। চলতি বছরের নভেম্বরেই তাদের বিয়ে হওয়ার কথা ছিল বলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।