চট্টগ্রাম, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভাবিকে পিটিয়ে হত্যা করল তিন ননদ

প্রকাশ: ১০ মে, ২০২২ ৫:০৭ : অপরাহ্ণ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বাচ্চাদের মোবাইলে গেম খেলা নিয়ে ভাবিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ননদের বিরুদ্ধে। সোমবার রাত ১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের নাম আসমানী খাতুন। ৪৫ বছর বয়সী আসমানী উপজেলার চাঁদপুর ইউনিয়নের বেড়বিন্নী গ্রামের আমজাদ মোল্লার স্ত্রী।

হরিণাকুণ্ডু থানার ওসি সাইফুল ইসলাম জানান, ৮ মে গ্রামের বাচ্চারা মোবাইলে গেম খেলছিল। একপর্যায়ে ননদের ছেলের হাত থেকে মোবাইল কেড়ে নেয় আসমানীর ছেলে। এ নিয়ে পরিবারের লোকজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। এ সময় ভাবি আসমানীকে বেধড়ক পিটিয়ে আহত করেন ননদ হালিমা খাতুন, কুটিলা বেগম ও ছেলিনা খাতুন।

পরে আসমানীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে গ্রামবাসী। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। সেখানে সোমবার রাত ১টার দিকে মারা যান।

Print Friendly and PDF