প্রকাশ: ১০ মে, ২০২২ ১১:৩৯ : পূর্বাহ্ণ
স্বচ্ছ ভোটার তালিকা ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
মঙ্গলবার (১০ মে) সকালে কমিশনের প্রশিক্ষণ ভবনে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির প্রিশক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে একথা বলেন তিনি।
এসময় তিনি সততার সাথে স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়নে কর্মকর্তাদের নির্দেশ দেন। আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি। বলেন, নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব ইসির, সিদ্ধান্তও নেবে কমিশন।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনসহ সব ধরনের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বদ্ধপরিকর। আগামী কুমিল্লা সিটিসহ স্থানীয় নির্বাচনগুলো যাতে সুষ্ঠু হয় তার জন্য কমিশন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে
কর্মশালায় ইসি সচিবের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অন্য চার কমিশনার সহ কমিশনের কর্মকর্তারা।