চট্টগ্রাম, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ , ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

দাফনের উপকরণ তালিকা দেখিয়ে সিদ্দিক জানতে চান, ‘বেঁচে থাকার কী লাভ?’

প্রকাশ: ১০ মে, ২০২২ ৪:২৫ : অপরাহ্ণ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও নেমেছেন তিনি। সোশ্যাল মিডিয়াতে বেশ সরব তিনি। প্রায়ই বিভিন্ন বিষয়ে নিজের মতামত তুলে ধরে। এবার দাফনের উপকরণ তালিকা দেখিয়ে সিদ্দিক জানতে চাইলেন, ‘বেঁচে থাকার কী লাভ?’

 

মঙ্গলবার (১০ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দাফনের প্রয়োজনীয় উপকরণ তালিকার একটি ছবি পোস্ট করেছেন সিদ্দিক। সেখানে দেখা যাচ্ছে- কাফন, লোবান, আতর, গোলাপ জল, সুরমা, আগরবাতীসহ মোট ১১টি উপকরণ তালিকা করা আছে। পাশে মূল্য ধরার ঘরে টাকার পরিমাণ দেয়া।

ক্যাপশনে সিদ্দিক লেখেন, ‘জীবনের বড় বড় হিসাব মানুষ মিলাতে পারে না, অথচ শেষ বিদায়ের ছোট্ট একটা হিসাবের কথা চিন্তা করলেই জীবনের সমস্ত হিসাব  মিলে যাবে অনায়াসে এক মুহুর্তে।’

তিনি আরও লিখেছেন, ‘এই জীবনের হিসাব মিলাতে না পারলে বেঁচে থাকার কী লাভ বলুন? আল্লাহ সবাইকে জীবনের হিসাব মিলানোর হেদায়েত দান করুন আমীন।’

Print Friendly and PDF