প্রকাশ: ৯ মে, ২০২২ ১১:১৮ : পূর্বাহ্ণ
জয়পুরহাটের পাঁচবিবিতে কলেজ ছাত্রীকে ধর্ষণের পর হত্যার সাথে জড়িত গ্রেপ্তারকৃত দু’জন আদালতে জবানবন্দীতে লোম হর্ষক বর্ণনা দিয়েছে। ধর্ষণের শিকার ওই মেয়েটি মৃত্যুর পরও রেহাই পাননি পাষণ্ডদের হাত থেকে।
৮ মে রোববার রাতে জয়পুরহাট চীফ জুডিশিয়াল আদালতে আসামি রনি মহন্ত ও কামিনি জাহিদ জবানবন্দীতে তারা সত্যতা শিকার করে লোম হর্ষক বর্ণনা দিয়েছেন।
জয়পুরহাট আদারতের সরকারি কৌশলী নৃপেন্দ্রনাথ মণ্ডল বলেন, গেল ৬ মে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামে জয়পুরহাট সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা করে। ওই ঘটনাই ৭ মে রাতেই পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। ৮ মে দুপুরে জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা প্রেস ব্রিফিং এসব তথ্য জানান। পরে ৮ মে রাতে গ্রেপ্তারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।